Success Stories

উম্মে হানী জিনাত

উম্মে হানী জিনাত। গৃহিণী মা এবং রাজমিস্ত্রী বাবার সাথে ময়মনসিংহে থাকে। স্বপ্ন তার ডাক্তার হবার, মানুষ সেবার মহান পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার। 

জিনাত এর ৫ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী তার বাবা। পরিবারের মৌলিক চাহিদা মিটিয়ে স্কুলের বেতন দেয়াই বাবার জন্য কষ্টসাধ্য। তার উপর প্রাইভেট পড়া ও অন্যান্য খরচ কিভাবে দেবেন?  জিনাতের ডাক্তার হবার স্বপ্ন অন্ধকারে ডুবে যেতে শুরু করে।  

পি.এস.সি ও জে.এস.সি দুই পরীক্ষাতেই জিপিএ- ৫.০০ পাওয়া এই মেধাবী মেয়েটির নাম কি SSCর আগে অকালেই স্কুলের রেজিস্টার খাতা থেকে খসে পড়বে? নির্মম বাস্তবতায় কোন কায়িক পরিশ্রম বা স্বল্প বেতনের চাকরির খোঁজেই কেটে যাবে জীবন?

হার মানতে না চাওয়া জিনাত শিক্ষিত জাতির অংশ হতে চায়, আদর্শ নাগরিক হতে চায়। স্কুলের হেডমাস্টার এর মাধ্যমে Education for Unprivileged Talents of Bangladesh (EUTB) সম্পর্কে জানতে পারে। ফুটফুটে হাতের লেখায় উম্মে হানী নিজের স্বপ্নের কথা জানায় EUTB কে। 

কানাডা ও আমেরিকায় বসবাসরত একদল বাংলাদেশির হাতে গড়া EUTB এগিয়ে আসে তার সহায়তায়। EUTB -এর দাতা Late Obaidul Mannan Memorial Foundation বাড়িয়ে দেয় ভরসার হাত।

২০২১ সাল থেকে জিনাত সংস্থাটি থেকে প্রতি মাসে ১৫০০/- বৃত্তি পাচ্ছে তার পড়াশোনার জন্য। এস.এস.সি পরীক্ষায় জিপিএ- ৫.০০ অর্জন করে এগিয়ে চলেছে তার স্বপ্ন পূরণে। Late Obaidul Mannan Memorial Foundation এর সহযোগীতায় EUTB জিনাত জিনাত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তার পাশে থাকবে। প্রয়োজনে আরো দূর পর্যন্ত তাকে সহায়তা দেয়া হবে।

উম্মে হানী জিনাতের অর্জন আমাদের আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্নকে আরো শক্তিশালী করে তোলে।